পাটকেলঘাটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত তলিয়ে গেছে হাজার হাজার মৎস্য ঘের জনজীবন অতিষ্ট

0
275

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : পাটকেলঘাটা অঞ্চলে টানা ৭২ ঘন্টা ভারী বৃষ্টিপাতে জনজীবন অতিষ্ট। তলিয়ে গেছে হাজার হাজার মৎস্য ঘের। উটতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও রাস্তাঘাট ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সব মিলে দেখা যায় কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে।
গত রোববার থেকে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে টানা ৭২ ঘন্টা বৃষ্টিপাত। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। নি¤œ আয়ের মানুষ যারা দিন আনে দিন খায় এসব মধ্যবিত্ত পরিবারদের সবচেয়ে বেশি সমস্যা। এরা না পারে উপরে উঠতে না পারে নিচে নামতে। পাটকেলঘাটার ৫টি ইউনিয়নের হাজার বিঘা মৎস্য ঘের। এর মধ্যে শাকদহ, তৈলকুপী, যুগীপুকুরিয়া, বড়বিলা, মিঠাবাড়ী, নগরঘাটা, সেনেরগাঁতী, ধানদিয়া, কাপাসডাঙ্গা, হরিনখোলা, আসাননগর, চোমরখালী, খলিষখালী, দলুয়া, গাছা, ইসলামকাটী ও মির্জাপুর সহ অত্র অঞ্চলের প্রায় সকল ঘের তলিয়ে যাওয়ায় ঘের ব্যবসায়ীদের মাথায় হাত। এই মৌসুমে উটতি ফসল; আধা পাকা ধান, কিছু ধান ফলন মুখে ঝড় হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে ভারি বর্ষনের কারণে বিভিন্ন গাছ পালা ভেঙ্গে অনেক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া অনেক নিচু এলকায় রাস্তার উপর দিয়ে পানির ¯্রােতের কারনে পিচের রাস্তা পর্যন্ত ভেঙ্গে গেছে। সেই সাথে পাল্লা দিয়ে অসাধু ব্যবসায়ীরা দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়েছে দ্বিগুন। এতে করে বিপাকে পড়েছে সাধারন মানুষ, দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারণে সাধারণের নাগালের বাইরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here