দেবহাটার পাঁচ ইউনিয়নে নৌকা পাঁচ জন পেয়েছে

0
231

দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ সাতীরার দেবহাটা উপজেলার আওতায় আওয়ামী লীগের দলীয় প্রতিক যাহারা পেয়েছে। তারা দলের সু-নামের সার্থে কাজ করেছে সেই কাজের প্রতিদান হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা জননেত্রী শেখ হাসিনার পে দেওয়া উপহার স্বরূপ এই পাঁচ জন পেয়েছে নৌকা প্রতিক। সরকার কতৃপরে পে এই পাঁচ জন কে দলীয় প্রতিক নৌকা দেওয়ার ফলে জনসচেতন মানুষের পে সরকার কে স্বাগতম জানিয়েছে। সরজমিন যেয়ে পরিদর্শন কালে পারুলিয়া ইউনিয়নের সহ- নিম্ন এলাকায় যেয়ে প্রার্থীদের নৌকা পাওয়া বিষয় মতামত নেওয়ার এক পযার্য়ে,বলেন, খুবিই ভালো হয়েছে। সরকার যাহাকে যোগ্যাতা সম্পুর্ন মনে করেছে তাকে নৌকা দিয়েছে। আমরা ও সমার্থন করি এমনই জানান সাংবাদিক। ০১নং- কুলিয়া ইউনিয়নে মোঃ আসাদুল ইসলাম। ০২ নং-পারুলিয়া ইউনিয়নে মোঃ সাইফুল ইসলাম। ০৩ নং-সখিপুর ইউনিয়নে মোঃ ফারুক হোসেন রতন।০৪ নং-নাওয়াপাড়া ইউনিয়নে মোঃ আলমগীর হোসেন। ০৫ নং-দেবহাটা ইউনিয়নে আলী মোর্তাজা মোঃ আনোয়ারুল হক। তানারা সরকার কে স্বাগতম জানিয়ে নৌকা প্রতিকের বিজয় অর্জন করার লে ইউনিয়নের সর্বস্থারের সকলের নিকট যেয়ে তাদের দাবীর কথা বলবেন। তাই সচেতন মহলের পে তাদের জন্য দোয়া কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here