স্টাফ রিপোর্টার: মণিরামপুরে ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকার প্রাথর্ীর বিরুদ্ধে নানাবিধি অভিযোগ এনে বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা প্রতিবাদ সমাবেশ, মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। গত শনিবার রাতে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের পৃথক তিন স্থানে প্রতিবাদ সমাবেশ এবং গতকাল রবিবার বিকেলে নেংগুড়াহাট বাজারে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
জানাযায়, গত ইউপি নির্বাচনে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় নৌকার প্রার্থীর করা হয় কৃষকলীগ নেতা আবুল ইসলামকে। ওই নির্বাচনে নৌকার প্রার্থী আবুল ইসলামকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন দলটি বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদ সরদার। গত শুক্রবার রাতে আওয়ামীলীগের হাইকমান্ড মনোনয়ন বোর্ড পুনরায় আবুল ইসলামকে দলীয় নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এরই অংশ হিসেবে বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে শনিবার রাতে প্রথম প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় শয়লা বাজারে। এরপর সমাবেশ করা হয় ত্রিপুরাপুর আমতলা মোড় ও চালুয়াহাটি বাজারে। চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের উপস্থিতিতে নৌকার প্রার্থী আবুল ইসলামের বিরুদ্ধে নানাবিধি অভিযোগ এনে তার পক্ষের নেতা-কর্মীরা বক্তব্য দেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, ডাক্তার আব্দুল জলিল, ইউপি মেম্বর জিয়াউর, আবু জাহান, কৃষকলীগ নেতা মোশাররফ হোসেন, যুবলীগের ইউনুস আলী, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রাজু আহম্মেদ প্রমুখ।
অপরদিকে, আবুল ইসলামকে নৌকার মনোনয়ন প্রত্যাহারের দাবীতে চালুয়াহাটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও স্থানীয় আওয়ামীলীগসহ সাধারণ জনগণের ব্যানারে গতকাল রবিবার বিকেলে নেংগুড়াহাট বাজারে মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জানতে চাইলে চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার প্রতিবাদ সমাবেশের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মিটিং ও স্থানীয় ভোটারদের সাথে আলোচনা হয়েছে। তবে তিনি নেংগুড়াহাট বাজারে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হওয়ার বিষয় স্বীকার করে বলেন, এখনও পর্যন্ত নৌকার প্রার্থী চালুয়াহাটি ইউনিয়নের কোথাও একটি মিটিং করতে পারেনি। এ ব্যাপারে জানতে নৌকার প্রার্থী আবুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ হয়নি। আগামী ২৮ নভেম্বর মণিরামপুর উপজেলার ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Home
খুলনা বিভাগ মণিরামপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সমাবশে-মানববন্ধন















