গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর : ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালায় বলা আছে প্রতীক বরাদ্দের পূর্বে পোস্টার প্যানা, ফেস্টুন লাগানো যাবে না। করা যাবে না শোভাযাত্রা ও মিছিল। কিন্তু প্রতীক বরাদ্দের আগেই ডুমুরিয়া উপজেলার মতাসীন দলের মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র অনেক প্রার্থীই প্রচার প্রচারণা শুরু করেছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে এর প্রচার অনেকটাই বেশি। তবে উপজেলা নির্বাচন অফিসার জানিয়েছেন অভিযোগ পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী তফশিল অনুযায়ি ‘আগামী ২৭অক্টোবর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর আগে গণসংযোগ, নির্বাচনী সভা ও প্রচার-প্রচারণা চালানো নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের শামিল। একটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে আচরণবিধির সুষ্ঠু প্রতিপালন একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। কোনো নির্বাচন যাতে সুষ্ঠু হয়। তার জন্য প্রার্থী ও তাঁর সমর্থকদের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। বিধি নিষেধও থাকে তাঁদের কার্যক্রমে। সীমারেখা টেনে দেওয়া হয় প্রচার প্রচারণাসহ বেশ কিছু ক্ষেত্রে। এগুলো যথাযথভাবে অনুশীলন করা না হলে নির্বাচনের ফলাফলে অনভিপ্রেত প্রভাব পড়ে অভিমত নির্বাচন বিশেজ্ঞদের। ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মতাসীন দলের ১৪জনসহ মোট ৭৩ জন প্রতিদ্বন্ধিতা করতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৫৪৫, জন, সংরতি সদস্য পদে ১৬১জন মনোনয়ন পত্র জমা দেন। আগামী ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওইদিন জানা যাবে কতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন। ২৭অক্টোবর চুড়ান্ত প্রার্থীদের মাঝে রির্টানিং অফিসারগণ প্রতীক বরাদ্দ দেবেন। দলীয় প্রার্থীরা ইতো মধ্যে নিজ দলের প্রতীক নিশ্চিত হয়েছেন। তাই তারা আগে ভাগেই নির্বাচনী প্রতীক দিয়ে ব্যানার প্যানা লাগিয়েছে। আবার কেউ কেউ দলীয় প্রতীকের পে পথসভা, ঘরোয়া সভা ও শোভাযাত্রা সহকারে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় এসব প্রার্থীদের পে ঘরোয়া সভায় বিপরে প্রার্থীদের মাঠে না নামতে হুমকিও দেয়া হচ্ছে। তাছাড়া ঘরোয়া সভা ও পথসভা করতে নির্ধারিত সময়ের কমপে ২৪ ঘন্টা পূর্বে সভার স্থান নির্ধারণ ও সময় চেয়ে পুলিশকে অবহিত করতে হবে। কিন্তু সেটাও করা হচ্ছে না। সভার স্থান ও অতিথিদের নাম এমন কি প্রতিদ্বন্ধী প্রার্থীর নাম ও প্রতীকসহ মাইকে প্রচার প্রচারনা চালানো হচ্ছে। সবচেয়ে আচরনবিধি লঙ্ঘন ও হুমকি ধামকি দেয়ার ঘটনা ঘটছে ডুমুরিয়া, গুটুদিয়া, শোভনা, আটলিয়া, খর্নিয়া, রুদাঘরা, শরাফপুর, মাগুরখালি ও সাহস ইউনিয়নে। এছাড়া ভান্ডারপাড়া, রঘুনাথপুর, রংপুর এবং ধামালিয়া ইউনিয়নেও আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ বিষয়ে বিভিন্ন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করে বলেন, সরকার দলীয় মনোনীত প্রার্থীদের প্রতীক যেহেতু নিশ্চিত তাই তারা প্রচার প্রচারনা শুরু করেছেন। কিন্তু আমাদের প্রতীক তো এখনও চুড়ান্ত নয়। এজন্য প্রচার প্রচারণা জন্য প্রতীকের কথা উল্লেখ করতে পারছি না। অথচ দলীয় প্রতীক দিয়ে ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক প্রচারনা চালানো হচ্ছে। স্বতন্ত্র অনেক প্রার্থীও এ েেত্র পিছিয়ে নেই। নির্বাচন অফিসের এ ব্যাপারে তেমন কোন তৎপরতা দেখা যাচ্ছে না। ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ^াস জানান, নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়। সে ব্যাপারে নির্বাচন অফিস যথেষ্ঠ তৎপর রয়েছে। প্রতীক বরাদ্দের পূর্বে প্রতীক দিয়ে বা প্রতীকের সর্মথনে কোন সভা ও সমাবেশ করা যাবে না। তাছাড়া ঘরোয়া সভা করতে হলেও নির্ধারিত সময়ের ২৪ ঘন্টা পূর্বে পুলিশ প্রশাসনকে অবহিত করতে হবে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, নির্বাচনী তফশিল ঘোষনার পর দলীয় বা প্রার্থীর সমর্থনে কোন সভা ও পথসভা করতে হলে পুলিশ প্রশাসনকে অবহিত করতে হবে। কিন্তু কোন ব্যক্তি বা সংগঠনের প থেকে অবহিত করা হচ্ছে না।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...














