চুকনগরে সড়ক দূর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে ভ্যান উপহার

0
358

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ চুকনগরে এক পঙ্গু অসহায় ব্যক্তিকে বিশেষ প্রক্রিয়ায় (এক পা ওয়ালা ব্যক্তি চালাতে পারে) তৈরি করা একটি ব্যাটারী চালিত ভ্যান উপহার দেয়া হয়েছে। সোমবার দুপুর ১২টায় চুকনগর প্রেসকাব চত্বরে এই ভ্যানটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুকনগর প্রেসকাবের সভাপতি ও চুকনগর অক্সিজেন ব্যাংকের প্রধান সমম্বয়কারী এম রুহুল আমীন, প্রেসকাবের সাধারন সম্পাদক শংকর ঘোষ, সাবেক সাধারন সম্পাদক গৌতম রাহা, চুকনগর অক্সিজেন ব্যাংকের উপ-সমম্বয়কারী প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রেসকাবের সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী শেখ মফিজুল ইসলাম সহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উলেখ্য গত জুলাই মাসে রুহোল আমীন নামের একজন নির্মাণ শ্রমিক সড়ক দূর্ঘটনায় একটি পা হারান। এরপর চুকনগর প্রেসকাবের সভাপতির নিকট এ ধরনের একটি ভ্যান দাবী করেন তিনি। বিষয়টি নিয়ে চুকনগর প্রেসকাবে কর্মরত সাংবাদিকবৃন্দ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করা হয়। একপর্যায়ে কয়েকজন প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিবর্গের সহায়তা নিয়ে এই ভ্যানটি তৈরি করে দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here