জসিম উদ্দিন, শার্শা : দৈনিক যশোর পত্রিকায় নিউজ প্রকাশের পর দীর্ঘ সাত বৎসর বিছানায় পড়ে থাকা অসহায় ইবাদ আলির পাশে দাঁড়িয়েছেন যশোরের এক নারী উদ্যোক্তা।
ক্ষুধা লাগলে খেয়ে যান ফ্রী খাবার বাড়ি, মানব সেবা হেল্প ফাউন্ডেশন, ছিন্নমূল শান্তি নিবাস এবং ফ্রী পবিত্র-আল কোরআন মডেল পাঠাগার এর আজীবন দাতা সদস্য সালমা খাতুন মনি।
বুধবার দৈনিক যশোর পত্রিকায় শেষ পৃষ্ঠায় “শার্শায় অসহায় দুই বিশেষ প্রতিবন্ধির মাঝে হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী প্রদান” শিরোনামে নিউজ প্রকাশ হলে বেলা ১১ টার সময় সালমা খাতুন মনি উদ্ভাক মিজানুর রহমানকে সাথে নিয়ে ইবাদ আলীর বাড়িতে পৌছায়।
এসময় তিনি অসহায় পরিবারটির মাঝে চাল, ডাল, তেল, তরকারি, শাড়ী, লুঙ্গি সহ বিভিন্ন পণ্য সামগ্রী প্রদান করেন।
সালমা খাতুন মনি ‘জান্নাত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালকসহ সমাজ সেবক হিসাবে দীর্ঘদিন কাজ করছেন। তিনি যশোর সদর উপজেলার আমিনুর রহমান মিলন এর স্ত্রী।
উল্লেখ্য : শার্শার শ্যামলাগাছী গ্রামের প্রতিবন্ধি ইবাদ আলী দীর্ঘ ৭ বৎসর যাবত শরীরে দুরারোগ্য ব্যাধীতে ভূগছেন। উন্নত চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালী মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন উদ্ভাবক মিজান সহ অসহায় পরিবার।















