মোংলা প্রতিনিধি : মোংলায় আন্তজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্য ও তিন কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ি এবং একজন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে আটক করেছে মোংলা থানা পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সকালে পৌর শহরের খেয়াঘাট সংলগ্ন মামার ঘাঠ যাত্রী ছাউনী এলাকা থেকে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ। তারা হচ্ছে মোংলা উপজলোর মিঠাখালী গ্রামরে মোঃ হাববিুর রহমান শেখ’র ছেলে মোঃ নুর আলী শেখ (২৮) ও শাহাদাৎ হোসেন’র ছেলে নুর আলম সিকদার (২৫)। সকালে এ মাদক ব্যাবসায়ীরা গাজাাঁ নিয়ে বন্দর এলাকায় যাচ্ছিল। তাদের ঘোরাফেড়া সন্দেহ হলে তাদের চ্যালেন্স করে পুলিশ, এসময় দৌড়ে পারানের সময় ৩ কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়। এর আগে দিগরাজ শিল্পাঞ্চল এলাকা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আন্তজেলা ডাকাত দলের সদস্য পৌর শহরের আখিঁ হল সংলগ্ন আকরাম শেখ’র ছেলে রাসেল (২৩) নামের এক যুবককে আটক করে। তার বিরুদ্ধে চট্রগ্রাম, বরিশাল ও পিরোজপুর সহ বিভিন্ন জেলায় ৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। এছাড়া শহর থেকে আরো এক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত এরা দেশের বভিন্নি জায়গা থেকে গাঁজা এনে বিক্রি করে আসছিল। আমাদের কাছে গোপন সংবাদ ছিল বৃহস্পতিবার তারা রাজদানী অন্য শহর থেকে গাঁজার একটি বড় চালান মোংলার একটি গোপন রুট দিয়ে পাচার হবে এমন তথ্যমতে এস আই অমিত কুমারের নতেৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে মোংলা নদী পার হওয়ার সময় ঘাটের যাত্রী ছাউনী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের দুই জনের বিরুদ্ধে চলমান মামলা রয়েছে এবং মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।















