মহেশপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলা আহত ৩,বাড়িঘর ভাংচুর, চাতালে আগুন

0
271

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ বুধবার সন্ধ্যা রাতে উপজেলার নাটিমা গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাক-বিতন্ডার একপর্যায়ে সংঘর্ষে ৩জন আহত হয়েছে। এসময় বাড়িঘর ভাংচুর ও চাতালে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুশিশ একজনকে আটক করেছে। এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ,সন্ধ্যার সময় নাটিমা গ্রামের আওয়ামীলীগের কর্মী মোমিন ও ইমরান ঘোষপাড়ায় নির্বাচনী পোষ্টার ও লিফলেট বিতরনের সময় ওই গ্রামের আনারের ছেলে বাবুল ও শরিফুলের সাথে কথা কাটাকাটি হয়। পরে মোমিন ও ইমরান দলবল নিয়ে বাবুলকে মারধোর করে। এ সময় খবর পেয়ে বাবুলের পরিবারের লোকজন মোমিন ও ইমরানের উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় মোমিন,ইমরান ও বাবুলকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোমিনের পক্ষের লোকজন বাবুলের বাড়িঘর ভাংচুর করে এবং শরিফুলের চাতালে অগ্নি সংযোগ করে। এ বিষয়ে মোমিনের পক্ষ থেকে ১০/১২ জনকে আসামী করে মহেশপুর থানায় মামলা হয়েছে। যার নং-৪৪ তারিখ-২৮/১০/২১ইং। স্থানীয় আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান জানান,আহতরা শরিফুল ও বাবুলের কাছে লিফলেট বিতরনের সময় গ্রামের বাইরে ভোট দেবে না বল্লে বাক-বিতন্ডা বাধে। এর থেকে ঘটনার সূত্রপাত হয়। সে আরো জানায় আহতদেরকে সে নিজে হাসপাতালে নিয়ে গেছে। নাটিমা গ্রামের আওয়ামীলীগ নেতা ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ বলেন,মোমিন ও বাবুলের মধ্যে দীর্ঘ দিনের দ্বন্দ্ব আছে এই ঘটনা তারই বহিঃপ্রকাশ। নৌকার প্রার্থী আবুল কাশেম মাষ্টার বলেন, পোষ্টার টানানো নিয়ে ঘটনার সূত্রপাত, তবে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব আছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন ,এই ঘটনায় ১৪জন এজাহার নামীয় এবং ১০/১২জন অজ্ঞাতনামা আসামী করে মামলা হয়েছে। এজাহারভুক্ত ২নং আসামী জামির হোসেনের ছেলে আনিচকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here