চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত আকাশ’এর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

0
277

চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত আকাশের চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকাবাসী ও তার পরিবার। আহত আকাশ পৌরসভার ২ নং ওয়ার্ড পাচনামনার বাসিন্দা পেশায় ভ্যানচালক মোঃ মশিয়ার রহমানের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য। গত শনিবার (১৬ অক্টোবর) মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া আকাশকে প্রথমে যশোর সদর হাসলাতালে পাঠানো হয়। এরপর খুলনা আইসিইউ, এবং অবস্থার অবনতি দেখা দিলে গত কয়েকদিন আগে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। কর্তব্যরত ডাক্তার বলেন, রোগীর অবস্থা গুরুতর। বুকে ও মুখে বেশি আঘাত পেয়েছে, মুখে মাত্র ২-৩ টা দাত রয়েছে এবং কবে জ্ঞান ফিরবে সঠিক বলা যাচ্ছে না। হাসপাতালে কাছে থাকা রোগীর নানা ও শাশুড়ী বলেন, খুলনা আইসিউ’তে থাকাকালীন আকাশের মায়ের গহনা বিক্রি করে ৬০,০০০ টাকা দিয়ে চিকিৎসা অব্যহত রাখা হয়। এবং পরিবার থেকে আর কোনোভাবেই অর্থ সংগ্রহ সম্ভব হচ্ছে না বলেও জানান তারা। পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রতিবেশী বকুল হোসেন বলেন,”চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন যা তার পরিবারের পে যোগাড় করা সম্ভব নয়। এলাকাবাসির সহযোগিতায় গত কয়েকদিন আগে ১০,০০০ টাকা এবং গতকাল ৫,০০০ টাকা সংগ্রহ করে পাঠিয়েছি। কিন্তু সুচিকিৎসার জন্য এই টাকা যথেষ্ট নয়। তিনি বলেন এলাকাবাসীর একজন হয়ে সকল সাধারণ মানুষ ও সরকারি-বেসরকারী সংস্থা এবং জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করছি। হতে পারে আপনাদের সহযোগিতার বেচে যেতে পারে আকাশের জীবন। যারা সাহায্য করতে চান সরাসরি এই নাম্বারে ০১৩১৬৯১৯৮৩৬ যোগাযোগ করুন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here