জেলা আওয়ামী লীগের সভাপতির কবর জিয়ারত করলেন চেয়ারম্যান সাইফুল ইসলাম

0
275

ভ্রাম্যমান প্রতিনিধি: প্রয়াত জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের কবর জিয়ারত করলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। শুক্রবার ফজরের নামাজ শেষে মুসল্লীদের সাথে নিয়ে এ জিয়ারতে অংশ নেন। এসময় প্রায়ত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মুনসুর আহমেদ এবং তার সহধর্মিনী নুরজাহান বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। জিয়ারতের সময় সেখানে ছিলেন, মরহুম মুনসুর আহমেদের ভাইপো সাবেক ওলামা লীগের সভাপতি মাষ্টার শফিকুর রহমান (সেজো খোকন), আওয়ামীগ নেতা আব্দুল আলিম, যুবলীগের সাধারণ সম্পাদক আবু রাসেল, শ্রমীকলীগ নেতা আব্দুল হাকিম বাবু সহ আরো অনেকে। পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, জেলা আওয়ামী লীগের সভাপতির কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। আগামী ২৮ নভেম্বর দ্বিধা দ্বন্দ্ব ভুলে শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here