চৌগাছা প্রতিনিধি : সরে দাঁড়ালেন নৌকার প্রার্থী যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তবিবর রহমান খান তার নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। রবিবার বেলা ১১ টায় প্রেসকাব চৌগাছায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই নির্বাচনী কার্যক্রমের এই স্থগিত ঘোষণা দেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, জগদীশপুর ইউনিয়ন থেকে বিগত দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আমাকে নির্বাচন করার সুযোগ দেন। আমি প্রধানমন্ত্রীর সম্মান রা করতে সমর্থ হই। একই সাথে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিয়োজিত আছি। তিনি বলেন আসন্ন ইউপি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারও দলীয় মনোনয়ন দেন। মনোনয়নের পর আমি জনগণকে সাথে নিয়ে মাঠে ছিলাম। নির্বাচনী সকল কার্যক্রমের সাথে যুক্ত থেকে প্রচারণার সাথে যুক্ত আছি। কিন্তু হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি। আপনারা জানেন দীর্ঘ দিন ধরে আমি হৃদরোগে ভুগছি। শারীরিক অসুস্থতার কারণে আমার পে নির্বাচন করা সম্ভব নয়। এমতাবস্থায় আমার নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করছি। তিনি বলেন আমার শারীরিক অমতার জন্য প্রধানমন্ত্রী যেন আমাকে মা করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোন চাপে বা ভয়ভীতির কারণে আমি এমন সিদ্ধান্ত নেইনি। মূলতঃ অসুস্থতার কারণেই আমি ভোট থেকে সরে দাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, আমার অসুস্থতার কথা সভাপতি ও সম্পাদককে জানিয়েছি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান জানান, তবিবর রহমান খান জানিয়েছেন তিনি অসুস্থ। নির্বাচনী প্রচারণায় তার ইউনিয়নে আমি গিয়েছি। নৌকার জন্য মানুষের কাছে ভোট চেয়েছি, প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা বলেছি। কিন্তু শুনলাম নৌকার প্রার্থী অসুস্থ। শুধু এতটুকুই আমি জেনেছি। সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী বলেন, এমন ঘটনায় আমি নিন্দা জানাচ্ছি। তিনি নির্বাচনী কার্যক্রম স্থগিত করতে পারেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। অতএব তিনি এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারেন না। এটা দলীয় শৃঙখলা ভঙ্গের শামিল বলে আমি মনে করি। সংবাদ সম্মেলনে এ সময় তার ভাইপো স্বতন্ত্র প্রার্থী আজাদুর রহমান খান উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ জগদীশপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী তবিবর রহমান খানের ভাইপো আজাদুর রহমান খান স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। গত ২৯ অক্টোবর সন্ধ্যায় নৌকার সমর্থকরা আড়পাড়া বাজারে প্রার্থী আজাদুর রহমানসহ দুই জন সমর্থককে মারপিট করে আহত করেন। স্থানীয়রা জানান, চাচা ভাইপোর নির্বাচনি লড়াইয়ে বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সেকারণেই তবিবর রহমান খান নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তবে তিনি অসুস্থ আছেন বলেও স্থানীয়রা জানান।
তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার
কাজী লিয়াকত হোসেন,তালা : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে খুলনার...
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠানে ড. লায়ন ফরিদুল ইসলাম— বিএনপি...
মোংলা প্রতিনিধি : মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেছেন, লায়ন ড. ফরিদুল ইসলাম বিএনপির পক্ষ থেকে জাতীয়...
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌগাছায় পুলিশের কঠোর নিরাপত্তা ও চেকিং
চৌগাছা পৌর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম...
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা...
যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের...














