যশোরে ২২৪৫ চাষিকে কৃষি প্রণোদনা বরাদ্দ

0
266

মালিকুজ্জামান কাকা, যশোর : কৃষি নির্ভর বাংলাদেশে এখন চলছে কৃষি বান্ধব সরকারের শাসন। এর আওতায় এই খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। কৃষককদের লাভবান করতে দেয়া হচ্ছে প্রণোদনা ও ভর্তুকির মতো বড় বড় সুবিধা। আসন্ন রবি মৌসুমে যশোর সদর উপজেলায় ২২৪৫ জন চাষি পেয়েছেন কৃষি প্রণোদনা। তালিকা ভুক্ত এসব চাষিকে দেয়া হচ্ছে সাত ধরনের ফসল বীজ। সাথে থাকছে নানা ধরনের সারও। ইতিমধ্যে বীজ দেয়া শুরু হয়েছে। সকল চাষির কাছে এই প্রণোদনা দ্রুত পৌছাচ্ছে। এবার রবি মৌসুমে সরিষা, মসুর, ভুট্টা, গম, সূর্যমুখি, পেঁয়াজ ও মুগ ডালের বীজ দেয়া হচ্ছে। একই সাথে তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে সার। সদর উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, ৯০০ জন চাষিকে এক কেজি করে সরিষার বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বরাদ্দ দেয়া হয়েছে। ৮০০ জনকে পাঁচ কেজি মসুর ডাল এবং ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ২০০ জনকে দুই কেজি করে ভুট্টার বীজ ও একই পরিমাণ সার, ২০০ জনকে ২০ কেজি করে গমের বীজ ও একই পরিমাণ সার, ১০ জনকে এক কেজি করে সূর্যমুখীর বীজ ও একই পরিমাণ সার, ৭৫ জনকে এক কেজি করে পেঁয়াজের বীজ ও একই পরিমাণ সার এবং ৬০ জনকে পাঁচ কেজি মুগ ডালের বীজ ও একই পরিমাণ সার দেয়া হবে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদে এই প্রণোদনা প্রদান পর্ব উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন। প্রথম দিন ১৫ জন চাষিকে প্রণোদনা সামগ্রী প্রদান করা হয়। একই ভাবে পরবর্তী এক সপ্তাহে সকল তালিকা ভূক্ত কৃষকের হাতে প্রনোদনা প্যাকেজ পৌছে দেওয়া হবে। চাষিরা প্রণোদনার সার ও বীজ পেয়ে রীতিমতো খুশি। তারা বলেন, কৃষি অফিসের এই সহায়তা দূ:মূল্যের মূল্যের বাজারে উপকার হবে তাদের। ইতিমধ্যে প্রথম দিন দেয়া হয়েছে চাঁচড়া ইউনিয়নের তালিকাভুক্ত চাষিদের। যাদেরকে দেয়া হয়েছে তারা প্রত্যেকে কৃষি কার্ডধারী। ব্যাপক সংখ্যক চাষিকে দেয়া হয়েছে এই প্রণোদনা। জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন। তিনি জানিয়েছেন, কৃষকের কল্যাণে সরকার এ বছর প্রণোদনার পরিমাণ পূর্বের তুলনায় বাড়িয়েছে। গত বছরের তুলনায় এবার ২০ শতাংশের মতো বেশি তা দেয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, উপজেলা পরিষদ চত্বর থেকে এসব প্রণোদনা বিতরণ করা হয়েছে। ২০২১-২২ রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here