কেশবপুরে এনজিওর কর্মকর্তাও বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

0
276

কেশবপুর ব্যুরো : কেশবপুরে এক নারী এনজিও কর্মকর্তার বিরুদ্ধে সুবিধা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। রবিবার তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছে ওই সমিতির সহ-সভাপতি শেখ কামরুজ্জামান। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সড়কে অবস্থিত সুবিধা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কেশবপুরের বিভিন্ন এলাকার মানুষকে পণ্যঋণ দেওয়াসহ সঞ্চয়ের কাজ করে আসছে। দেড় বছর আগে এ সমিতিতে প্রতিষ্ঠানের শর্ত মেনে লোন অফিসার পদে যোগদান করেন উপজেলার সারুটিয়া গ্রামের মধু দাসের মেয়ে পার্বতী দাস। পার্বতী দাস কাজ করা অবস্থায় তার দেওয়া বিভিন্ন সময়ের আর্থিক হিসাবে গড়মিল ধরা পড়ায় প্রতিমাসে বেতনের টাকা থেকে শোধ করতে থাকে। হঠাৎ করে দেড় মাস আগে প্রতিষ্ঠানের কোন হিসাব বুঝিয়ে না দিয়ে তিনি অন্য একটি প্রতিষ্ঠানে চাকুরীতে যোগ দেয়। পরবর্তীতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এ পর্যন্ত কোন যোগযোগ করেননি। এ বিষয়ে পার্বতী দাস বলেন, ‘আমার কাছে ওই প্রতিষ্ঠানের কিছু দায়দেনা আছে। প্রতিষ্ঠান থেকে চলে আসার সময় কোন ছাড়পত্র আনা হয়নি।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন, এনজিও কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাত সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সমবায় কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here