ফুলতলায় জাতীয় যুব দিবসের আলোচনা সভা

0
377

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ফুলতলায় জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র, ক্রেস্ট ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। ফুলতলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে সোমবার সকাল ১০টায় ফুলতলা হাবিবুর রহমান মিলনায়তনে এ সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাদিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপজেলা রিসোর্স ইন্সটেক্টর রবিউল ইসলাম রনি। বাবুল আক্তারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসকাব সভাপতি তাপস কুমার বিশ^াস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সফল যুব কর্মী আনন্দ কুমার স্বর, মাকিদ সরদার, মোঃ রফিকুল ইসলাম, বিপুল কুমার সাহা, ফৌজিয়া জেসমিন রিনা, মারিয়া ভুইয়া মেরী, গাজী সালাহউদ্দিন, কোহিনুর জাহান প্রমুখ। পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থী ১৫ জনের মাঝে ৭ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here