ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উপলে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

0
242

স্টাফ রিপোর্টার : দ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উপলে আলোচনা সভা ও ৩৪জন যুব সংগঠকদের মাঝে ১৮ ল ১০হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স রুমে সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মোঃ আব্দুর কাদের, মেডিকেল অফিসার ডাঃ মোঃ জিয়ারুল ইসলাম, সাংবাদিক আফজাল হোসন চাঁদ, ডিআরও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরা বেগম, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, সজন চক্রের নির্বাহী পরিচালক সুভাষ ভক্ত, যুব সংগঠনের আত্মকর্মী মুনিরুল আলম মিশর, সোহেল হাওলাদার, তারেক হোসেন, ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here