কয়রা প্রতিনিধি : খুলনা ৬ আসনের সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান বাবু বলেছেন, তৃণমূলের কর্মী বাহিনী ও তাদের ঐক্যই দলের সবচেয়ে বড় শক্তি। সম্মেলনের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করতে হবে, যাতে করে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র ও অপতৎপরতা চালিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে। আগামী ৬ নভেম্বর খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সফল করার ল্েয কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পহেলা নভেম্বর সোমবার বিকাল ৫ টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাড মোশারফ হোসেনের সভাপতিত্বে কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম । উপস্থিত ছিলেন, জায়গীরমহল খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজের অধ্য ড. চয়ন কুমার রায়, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মাস্টার আব্দুল হালিম, কয়রা সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি সরদার জিয়াদ আলি, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউপি সদস্য গণেশ মণ্ডল, মহারাজপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ও সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক মো: খায়রুল আলম, আমাদী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নির্মাল কুমার রায়, দণি বেদকাশী ইউপি চেয়ারম্যান আসের আলী মোড়ল। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকোনুজ্জামান কাজলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আবু তাহের প্রিন্স, জি এম আব্দুর রকিব, ফজলুল হক গাজী, আক্তারুল ইসলাম, শহিদুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটন, আনিসুর রহমান, হাফিজুর রহমান, মনি শংকর রায়, জুলফিকার আলম, আসাদুল ইসলাম, মোহাসিন রেজা প্রমুখ।















