অস্ত্র, গুলিসহ ৪ মামলার আসামী গ্রেফতার

0
317

মোক্তার হোসেন ঝিনাইদহ সদর প্রতিনিধি : ঝিনাইদহে কাজী রাকিবুল হাসান( হিল্লোল)কে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় র‌্যাব তার কাছ থেকে উদ্ধার করেছে বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন,ও ৩টি গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার র‌্যাবের -৬ এর বয়ড়াতলা বাজারের আফাঙ্গীর ইলেকট্রনিক্স এন্ড কোকারীজ দোকানের সামনে থেকে তাকে আটক করে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, তাকে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। গ্রেফতারকৃত কাজী রাকিবুল হাসান( হিল্লোল) ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশি পিস্তল ৩টি গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে ১ টি খুন সহ ৪ টি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here