বেড় গোবিন্দপুর বাঁওড় ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রকৃত ২শ’ মৎস্যজীবি পরিবার সুবিধা বঞ্চিত

0
359

মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর জেলার চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী বেড় গোবিন্দপুর বাঁওড় ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন মৎস্য জীবিরা। সুবিধা বঞ্চিত মৎস্যজীবিরা মানবেতর জীবন যাপন করছে বাওড় কেন্দ্রিক সুবিধা বঞ্চিত হয়ে। তাদের বাওড়ে নামতে দেওয়া হচ্ছেনা। দীর্ঘদিন ধরে এই ব্যবস্থাপক অনিয়ম করে আসছেন মর্মে অভিযোগ মৎস্যজীবিদের। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। অভিযোগ পেশের চার মাস পরেও ২০০ মৎস্যজীবি পরিবার সুবিধা বঞ্চিত রয়েছে এখনো। স্থানীয় রাজনীতিবীদরা বিষয়টি সরকারের বলে এড়িয়ে গেছেন। এতে বিপাক আরো বেড়েছে মৎস্যজীবি পরিবারের সদস্যদের। বেড়গোবিন্দপুর বাওড় ব্যবস্থাপক বা ম্যানেজারের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেছে বাওড় কেন্দ্রিক মৎস্যজীবিরা। এর জের ধরে তারা বিােভ শুরু করেন চলতি বছরের জুলাই মাসে। সে সময়ে তারা জেলা প্রশাসককে স্মারক লিপিও প্রদান করেছেন। চলতি বছরের জুলাই মাসে যশোরের কালেক্টরেট চত্বরে বিােভ প্রদর্শন করেন ভুক্তভোগীরা। এ সময় তারা জেলা প্রশাসকের কাছে অনিয়মের লিখিত অভিযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। মৎস্যজীবি সঞ্জয় কুমার, বিকাশ কুমার, উজ্জল হালদার, নিরোধ জানান, বেড়গোবিন্দপুর বাওড় একটি ঐতিহ্যবাহী বাওড়। বাংলাদেশের আত্মপ্রকাশ ও মহান মুক্তিযুদ্ধের বহু ঘটনার স্বাক্ষী এই বাওড় ও বাওড় কেন্দ্রিক জনপদ। এরা বেড় গোবিন্দপুর বাওড়টির ব্যবস্থাপক ইমদান হোসেনের বিভিন্ন অনিয়মের তথ্য দেন। তারা জানান, ২১৭ হেক্টর আয়তন বিশিষ্ট সরকারি বাঁওড়টি গোপনে স্থানীয় ১১ জন প্রভাবশালীর কাছে ইজারা দিয়েছেন ম্যানেজার ইমদাদ হোসেন। গত চার মাসে বিস্তর মাছ বিক্রির টাকা লুটপাট হয়েছে। প্রথম ১০-১২ দিনেই বাঁওড় থেকে গোপনে ৭-৮ লাখ টাকার মাছ ধরে বিক্রি করা হয়। প্রকৃত মৎস্যচাষীদের বাদ দিয়ে অন্যদের মাধ্যমে মাছ ধরা হচ্ছে। বংশ পরম্পরায় মৎস্যজীবিদের এখন বাঁওড়েই নামতে দেয়া হচ্ছে না। ফলে তাদের অনেকের পরিবারে এখন চুলায় নিয়মিত হাঁড়ি উঠছেনা। সন্তান সন্ততি নিয়ে এরা বেকায়দায় পতিত হয়েছেন। জেলে বলে এনজিও তাদের পাশে দাড়ায় না। সর্ব বঞ্চিত হয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগীরা আরও জানান, বাঁওড় পাড়ের দুই শতাধিক মৎস্যজীবী পরিবার মাছ উৎপাদন কাজে সাহায্য ও আহরণ করে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে বাঁওড়টি লিজ দেয়ায় তারা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছেন। এ জন্য তারা মানবেতন জীবনযাপন করছেন। এসব বিষয়ে তারা জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাঁওড় ব্যবস্থাপকের (ম্যানেজার) বিরুদ্ধে প্রকৃত মৎস্যজীবিদের বঞ্চিত করে ১১ প্রভাবশালীকে সরকারি বাঁওড় ইজারা দেয়ার অভিযোগ উঠেছে। প্রভাবশালী মহল মৎস্যজীবীদের পানিতে নামতে দিচ্ছে না। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। ভুক্তভোগী কার্ডধারী মৎস্যজীবীরা গেল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিতে গিয়ে ভুক্তভোগীরা বিােভ প্রদর্শন করেন। অভিযোগ পত্রে এলাকার ৩২ জন কার্ডধারী মৎস্যজীবির স্বার রয়েছে। অভিযোগ পত্রটি জেলা প্রশাসকের পে গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থার নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here