দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনায় ইউপি নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ধাওয়া,উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ঠাকুরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় ছবি তুলতে গেলে এক সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বেতাগী-সানকিপুর ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণার জন্য ঐ ইউপির বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিবুল আলম ঠাকুরহাট বাজারে প্রচারণা চালানোর ঘোষণা দেন। পরে একই স্থানে প্রচার-প্রচারণা চালাতে নৌকার সমর্থকরা জড়ো হন। এই সময় ঠাকুরহাট ব্রিজ সংলগ্ন সড়কে পশ্চিম পাশে অবস্থান করে নৌকার প্রার্থী মোঃ মশিউর রহমান ঝন্টুর সমর্থকরা লাঠিসোটা নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করলেও নৌকার সমর্থকরা পুলিশের বাধা অতিক্রম করে ব্রিজের দণি পাড়ে অবস্থান নেয়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের দিকে লাঠিসোটা নিয়ে ছুটে যান। পুলিশ তাদের বার বার ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিলেও নৌকার সমর্থকরা ফের জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে। নৌকার সমর্থকদের হামলায় দশমিনা-পটুয়াখালী রাস্তার যাত্রীবহনকারি হুন্ডাচালক মো. রুবেল (৪৫) ও পথ যাত্রী মোঃ রাসেল (২৫) তিনজন গুরুত্বর আহত হয়। ভাংচুর করা হয়েছে হুন্ডাচালক রাসেলের একটি মটরসাইকেল। পরে পুলিশ ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এদিকে হামলা ও ধাওয়ার ছবি তুলতে গেলে এক সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে যান এবং নিওন নামে আরও এক সংবাদকর্মীকে গালমন্দ করেন নৌকার লোকজন। পরে পুলিশ ও ইউএনওর হস্তেেপ মোবাইল ফিরিয়ে দিতে বাধ্য হন তারা । স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মহিবুল আলম বলেন, আমার পূর্ব নির্ধারিত ঠাকুরের হাট বাজারে প্রচারের কথা ছিলো কিন্তু নৌকা সমর্থকদের ভয়ে আমরা প্রচার -প্রচারনা করতে পারিনি। নৌকা প্রার্থীর সমর্থন না থাকায় বহিরাগতদের নিয়ে নির্বাচন আচরন বিধি ভঙ্গ করছে। নৌকার প্রার্থী মোঃ মশিউর রহমাান ঝন্টু বলেন, এই ঘটনার আমি কিছুই জানিনা। দশমিনা থানার ওসি মোঃ মেহেদী হাসান জানান, পুলিশ দুই প্রার্থীর সমর্থকদের সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















