যশোর ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন ডেঙ্গু রোগী ভর্তি ১০৩ জন।ঢাকায় নতুন ভর্তি রোগী ৮৯ জন। এছাড়া ২৪ ঘন্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগী ১৪ জন। বর্তমানে দেশের বিভিন্নসরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তিরোগী ৭০৫ জন। আর ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিরোগী ৫৪৫ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ১৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এ পর্যন্ত ভর্তিরোগী ২৪ হাজার ৩৮০ জনের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিয়ে বাড়ি ফিরেছে ২৩ হাজার ৫৮০ জন। এদিকে চলতি মাসে পাচঁদিনে শনাক্ত হয়েছে, ৭২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জন্সজী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সুত্রে প্রকাশ ডেঙ্গু শনাক্ত জুনে ২৭২ জুলাইতে ২হাজার ২৮৬ আগস্টে সাতহাজার ৬৯৮ সেপ্টেম্ভরে সাতহাজার আটশএকচল্লিশ আর অক্টোবরে পাচঁ হাজার ৪৫৮ জন।














