ঝিকরগাছা প্রতিনিধি ঃ আসন্ন ইউপি নির্বাচনে ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে নৌকার কর্মি সমর্থকরা বেপরোয়া হয়ে উঠেছে। স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেড়া নির্বাচনী অফিসে অগ্নিসংযোগসহ কর্মি সমর্থকদের উপর হামলার ঘটনা অব্যাহত ভাবে চালানোর অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ৩১শে অক্টোবর ১১নং বাঁকড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর কর্মিসমর্থকরা মিছিল ও শোডাউন দেয়।এরই কারনে গত ২ নভেম্বর মোটরসাইকেলের কর্মি শহিদুল ইসলাম মাঠশিয়া বাজারে বসে চা খাচ্ছিলো।এসময় রুহুলামিনের নেতৃত্বে একটি বাহিনী তাকে মারপিট করে বাজারে টাঙানো মোটরসাইকেলের সব পোস্টার ছিড়ে ফেলে।
গত ৩ রা নভেম্বর নৌকা মার্কার সমার্থক তপু, লাল্টু, রুহুলামিন ও হাফিজুরের নেতৃত্বে একটি বাহিনী মোটরসাইকেল প্রার্থী মাষ্টার আনিসুর রহমানের ভাই ওজিয়ার মিস্ত্রিকে মারধর করে আহত করে।একই রাতে খলশী বাজারে নৌকার কর্মি শুভর নেতৃত্বে পোস্টার ছিড়ে ফেলে দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থী মাষ্টার আনিছুর রহমান জানান, মোটরসাইকেলের জয় নিশ্চিত জেনে নৌকার সমর্থকরা বেপরোয়া হয়ে ভাংচুর ও মোটরসাইকেলের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। তিনি বলেন, ভোটারদের কাছে আমার যে জনপ্রিয়তা তাতে ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপ মোটরসাইকেলের পোস্টার-ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলছে, ভাংচুর ও হামলার আশ্রয় নিয়েছে। বিভিন্ন ওয়ার্ডে আমার সমার্থনকারীরা যেন কোনো অবস্থাতেই মোটরসাইকেল মার্কার পে কাজ না করে। ভোট দিতে না যাই এ জন্য তারা বিভিন্ন হুমকিসহ মারমুখী আচরণ শুরু করেছ। তবে এসব হুমকি-ধমকিতে কাজ হবে না।১১ তারিখ সুষ্ঠ ভোটের মাধ্যমে মোটরসাইকেলের জয় হবে ইনশাল্লাহ বলে তিনি জানান।















