দশমিনায় ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন

0
231

দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী দশমিনায় উপজেলা কনফারেন্স হল রুমে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার খান ডলি, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আবদুর রশিদ, উপজেলা সহকারি সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন, দশমিনা-গলাচিপা উপজেলার দায়িত্বরত সমবায় সমিতির সহায়ক কাজী আনোয়ার, উপজেলা শিক – কর্মচারি (কালব) সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক। দিবসটি উপলে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভার আয়োজন করা হয়। সমবায়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে সমবায় সম্পর্কে বিষদ আলোচনা করেন মোঃ মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন পাবেল মাহমুদ রায়হান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here