ডুমুরিয়ায় ১৪টি ইউপি নির্বাচন উপলে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ৩দিনব্যাপি প্রশিণের সমাপনি অনুষ্ঠান ও ব্রিফিং অনুষ্ঠিত

0
291

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২১ উপলে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ৩দিনব্যাপি প্রশিণের সমাপনি অনুষ্ঠান ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার ডুমুরিয়া কলেজ সম্মেলন কে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, জেলা নির্বাচন অফিসার এম,মাজহারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান।
পুলিশ সুপার তার বক্তব্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচন নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সততা এবং বিচণতা দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহবান জানান। এছাড়াও নির্বাচন চালাকালীন সময়ে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক, আপ্যায়ন গ্রহণসহ ভোটারদের মধ্য থেকে আপত্তি আসে এমন কাজ থেকে বিরত থাকতে সতর্ক করেন। এ সময় উপস্হিত ছিলেন নির্বাচনের রিটার্ণিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দীক, উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, উপজেলা শিা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস ও উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নির্বাচন কর্মকর্তাবৃন্দ। উপজেলার ১৪টি ইউনিয়নের ১৩১টি ভোট গ্রহন কেন্দ্রের জন্যে নিযুক্ত প্রায় ২হাজার ৮০০শ প্রিজাইডিং অফিসার,সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তাদের এ প্রশিন অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here