নওয়াপাড়ায় ইউএস বাংলা যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

0
240

মালিকুজ্জামান কাকা, যশোর : অভয়নগর উপজেলার খুলনা-যশোর মহাসড়কে ইউএস বাংলা এয়ারলাইনস এর যাত্রীবাহী বাস ও ইটের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ১৩ নভেম্বর (শনিবার) সকাল ৯ টায় যশোর জেলার শিল্প শহর নওয়াপাড়াস্থ বাংলাদেশ বেতার (সরদার মিল) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, খুলনা থেকে যশোর অভিমুখে রওনা হওয়া ইউএস বাংলার যাত্রীবাহী ঢাকা মেট্রো-স ১২০০৯৫ বাসটি বাংলাদেশ বেতারের সামনে পৌছালে অপর দিক থেকে আসা যশোর-ড ১১০৫২৫ ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনার সংবাদ পেয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌছে দুর্ঘটনার শিকার ইখলাস মোড়ল (২০), জাফর আলী (৭০), ইমারত (৩৩) নাজমুল (২৭) নামে চার ব্যক্তিকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কয়েক জন আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় পর্যায়ে। এছাড়া ইখলাস মোড়লকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন স্থানীয় হাসপাতাল চিকিৎসক। এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার কর্তব্যরত অফিসার এসআই খালেক বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে বাস ও ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাফরিয়া রহমান হিয়া বলেন দুর্ঘটনার শিকার চার জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here