শালিখায় নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত সমন্বয় সভা

0
286

শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলে আচরণ বিধিমালা প্রতিপালন,আইন-শৃঙ্খলা ও সার্বিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কে এ উপলে আয়োজিত আলোচনা সভায় মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম, মাগুরা জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা ইউনুস আলী, মাগুরা জেলা কমান্ডার আনসার ও ভিডিপি শুভ্র চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড কামাল হোসেন, শালিখা উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল-হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান । এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আসন্ন ইউপি নির্বাচনের বিভিন্ন স্তরের চেয়ারম্যান, সদস্য-সদস্যা প্রার্থীগন উপ¯ি’ত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. আশরাফুল আলম আগামী ইউপি নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেতার সাথে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here