শালিখায় বেগম রোকেয়া দিবসে তিন জয়িতাকে সম্মাননা প্রদান

0
283

শালিখা (মাগুরা) প্রতিনিধি : শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ এই স্লোগানে মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প ও বেগম রোকেয়া দিবস উপলে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস আক্তার প্রমুখ। এ সময় শিা েেত্র সাফল্য অর্জনকারী নারী মমতা রানী মজুমদার, সফল জননী নারী পারুল পারভীন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানাসহ তিন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here