যশোরে ৬কেজি কেজি ওজনের ৫০ টি স্বর্ণের বারসহ ০২ জন আসামী আটক

0
348

স্টাফ রিপোর্টার ॥ যশোর নতুনহাট এলাকা হতে ৫.৮৪০ কেজি ওজনের ৫০ টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর আবুল হাসান মোঃ তৌফিক মাহমুদ জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে গতকাল বেনাপোল কোম্পানী সদরের কর্মরত সুবেদার আহসান হাবিব এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সকাল সাড়ে ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় সন্দেহভাজন বেনাপোলগামী একটি মোটরসাইকেলসহ দুইজন আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ভারতে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকিয়ে বহন করা ৫.৮৪০ কেজি স্বর্ণ (৫০ টি বার) উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য চার কোটি আট ল আশি হাজার টাকা । আটককৃতরা হলো নড়াইলের কালিয়া উপজেলার সরনখোলা ও পুরুলিয়া গ্রামের মৃত খোকা মোল্লার ছেলে তৌহিদুল এবং হারিয়াসের ছেলে ইমরান হোসেন। আটক আসামিরা জানায়, স্বর্ণের বারগুলি যশোরের দড়াটানা হতে নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিল। আটককৃত স্বর্নের বার এবং আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here