বরিশালে লঞ্চ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

0
356

বরিশাল প্রতিনিধি : বরিশালে লঞ্চের কেবিনে এক তরুণীর মরদেহ পাওয়া গেছে; যাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। বরিশাল পিবিআই পরিদর্শক শহিদুল ইসলাম জানান, এক ব্যক্তি কেবিনটি ভাড়া নিয়েছিলেন। তাকে পাওয়া যায়নি। তরুণী তার সঙ্গে ছিলেন। তরুণীর বাড়ি রাজধানী ঢাকার তেজগাঁও কুনিপাড়া এলাকায় এবং বয়স ২৪ বছর বলে পুলিশ জানিয়েছে। ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী এমভি কুয়াকাটা-২ লঞ্চের স্টাফ কেবিন থেকে শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। লঞ্চের কর্মচারী হেলাল সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে লঞ্চের ইঞ্জিন রুমের পাশে একটি স্টাফ কেবিন ১৭০০ টাকায় ভাড়া নেন এক ব্যক্তি। তরুণী তার সঙ্গে ছিলেন। রাত ৯টার দিকে লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করে। তার ঘণ্টা দুই পরেও তাদের দুইজনকে কেবিনে দেখতে পান কর্মচারীরা। “লঞ্চটি শুক্রবার ভোরে বরিশাল ঘাটে পৌঁছালে কেবিনে তালা দেওয়া দেখতে পান কর্মচারীরা। পাশের কেবিন থেকে বিকল্প উপায়ে ভেতরে তরুণীর মৃতদেহ দেখে কর্মচারীরা পুলিশে খবর দেন।” পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তরুণীর পরিচয় শনাক্ত করে বলে জানান পরিদর্শক শহিদুল । বরিশাল নৌপুলিশের সহকারী সুপার হাবিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নারীর সঙ্গে থাকা যুবক তাকে হত্যা করে পালিয়েছে।” মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেবিন ভাড়া করা ব্যক্তিকে ধরতে পুলিশ কাজ করছে বলে জানান হাবিবুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here