দশমিনায় ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

0
248

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালী দশমিনা উপজেলায় মহিলা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ৫জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জেসমিন বেগম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল কাইয়ূম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা আলমগীর প্রমূখ। উপজেলায় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার বহরমপুর ইউনিয়নের মতিয়ার রহমানের কন্যা মোসাঃ সালেহা বেগম,সমাজ উন্নয়নে অবদান রাখায় রনগোপালদী ইউনিয়নের মৃত. মোসলেম গাজীর কন্যা তহমিনা আক্তার, সফল জননী হিসাবে দশমিনা ইউনিয়নের মোঃ বেলায়েত হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারি দশমিনা ইউনিয়নের মোঃ খাইরুল ইসলামের স্ত্রী মোসাঃ শামসুর নেহার ডলি, নির্যাতনের গ্লানি মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেন বাশঁবাড়িয়া ইউনিয়নের শহিদুল খানের কন্যা মোসাঃ খাদিজা বেগমকে অনুষ্ঠানের প্রধান অতিথি পাঁচ ক্যাটাগরিতে ৫ জনকে এই সম্মাননা তুলে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here