শালিখার তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / মেম্বরদের সংবর্ধনা অনুষ্ঠিত

0
560

শালিখা (মাগুরা ) প্রতিনিধি : শালিখার ২ নং তালখড়ি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান / মেম্বরদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় শনিবার । ছান্দড়া পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার মাস্টার । বক্তব্য রাখেন বার বার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজ উদ্দিন মন্ডল , নব নির্বাচিত মেম্বর জাকির হোসেন ও বাবর আলী , মাদ্রাসা সুপার আবুল হাসান , প্রকৌশলী রাজন মন্ডল , আওয়ামীলীগ নেতা লুৎফর মোল্লা ,আলিম মোল্লা , আরজ মন্ডল ,ষাহেব আলী প্রমুখ । সভা পরিচজালনা করেন মাস্টার আঃ কাদের ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here