পণ্যের উর্দ্ধগতি ও পরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে গণঅবস্থান কর্মসূচী পালিত

0
238

ঝিনাইদহ প্রতিনিধি ঃ নিত্যপণ্য মুল্যের ক্রমাগত উর্দ্ধগতি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে গণঅবস্থান কর্মসূচী পালিত হয়েছে। কনজুমার এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব)’ জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ক্যাব’র নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় ক্যাব’র সভাপতি আমিনুর রহমান টুকু, সদস্য সাজেদুর রহমান ফেটু, হাফিজুর রহমান, এন এম শাহজালাল, সুরাইয়া পারভীন মলি, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, অব: অধ্য মুহব্বত হোসেন টিপুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, দেশব্যাপী নিত্যপণ্যের ক্রমাগত উর্দ্ধগত ঠেকানে সরকারসহ সংশ্লিষ্ট মহলের হস্তপে কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here