ফুলতলায় টেকসই উন্নয়নে সমবায় ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

0
344

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা ও ফুলতলা উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে সমবায়ীদের টেকসই উন্নয়নে সমবায় ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার সকাল ১০টায় জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মোঃ ইকলাস উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় সমবায় সতিমির সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, সমবায়ী নেতা মঞ্জুরুল হাসান, বিঞ্নু দাস, আবিদ হাসান, মাহমুদা ইসলাম, রমজান মাহমুদ অরন্য প্রমুখ। কর্মশালায় কৃষি, মৎস্য চাষ এবং মার্কেটিং বিষয়ে সমবায়ীদের ধারনা দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here