স্টাফ রিপোর্টার ॥ গত দুটো বছর যেন বিভীষিকাময় দীর্ঘক্ষণ। মহামারী করোনার আঘাতে বিপর্যস্ত সব। বিশেষ করে দিবস ও অনুষ্ঠান পালন ছিল একেবারেই বন্ধ। কিন্তু এ বছরের শেষদিকে পাল্টে গেছে চিত্র। তাতেই হাসি ফুটেছে ফুলচাষিদের মুখে। এরা এখন নতুন বছরের অপেক্ষায় ব্যস্ত ও আশাপ্রদ সময় কাটাচ্ছেন। চলছে ফুলের পরিচর্যা। গত দুই বছর মোটেও ফুল বিক্রি করতে পারেননি ফুলের রাজ্যখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী কেন্দ্রীক ফুল চাষিরা। এ বছর বুদ্ধিজীবী দিবস আর বিজয় দিবসে লাধিক টাকার ফুল বিক্রি করেছেন অনেক কৃষক। ফুল বিক্রি করে ভালো দাম পাওয়ায় তার মুখে হাসি ফুটেছে। ফুল কৃষকরা জানান, কোভিড-১৯ পরিস্থিতির কারণে কিছু দিন আগেও ফুল চাষিদের গলার ফাঁস হয়ে তাদের সব স্বপ্ন কেড়ে নিয়েছিল। চলতি বছরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলে ফুলের ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকায় সেই ফাঁস এখন চাষিদের গলার মালা হয়ে উঠেছে। দুই দিবস ঘিরে আগের তুলনায় বেচাকেনা বেড়েছে গদখালীর ফুল বাজারে। চাহিদা বেশি থাকায় আগের বাজারদর থেকে বেশি দামে ফুল বিক্রি হয়েছে। প্রতিদিন ভোরে ফুলের হাট বসে গদখালীতে। গত ৪/৫ দিনে বাজারটিতে প্রায় দুই কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে গাঁদা ফুল। বুধবার বাজারে প্রতি হাজার গাঁদা ফুল বিক্রি হয়েছে ৮০০-৯০০ টাকা দরে। যা আগে ছিল ১৫০ থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০-৩০০ টাকা। একেকটি গোলাপ বিক্রি হয়েছে ৪-৬ টাকায়। তা আগে ছিল দেড় থেকে দুই টাকা পিচ। রজনীগন্ধা স্টিক প্রতিটি বিক্রি হয়েছে সাড়ে ৮ থেকে ১০ টাকায়, যা আগে ছিল ৭-৮ টাকা। রঙিন গ্লাডিওলাস প্রতিটি মান ভেদে বিক্রি হয়েছে ৬-১৫ টাকায়। আগে তা ছিল ৩-৬ টাকা। জারবেরা বিক্রি হয়েছে ১২-১৪ টাকায়। আগে এর দাম ছিল ৬-৮ টাকা। ফুল বাঁধার জন্য কামিনীর পাতা বিক্রি হয়েছে ৬০ টাকা আঁটি। তা আগে ছিল ৩০-৩৫ টাকা। জিপসি আঁটি বিক্রি হয়েছে ৩০-৪০ টাকা। যা আগে বিক্রি হতো ২০-২৫ টাকায়। ফুলচাষিরা জানিয়েছেন, মাস খানেক আগ থেকে বর্তমানে প্রতিটি ফুল দ্বিগুন দামে বিক্রি হচ্ছে। আসছে ২০২২ সালের ১ম দিন, ১লা ফাল্গুন, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে ফুলের দাম আরও ভালো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কৃষকরা প্রায় দুই বছরের করোনা ভাইরাস পরিস্থিতি ও ঘূর্ণিঝড় আম্ফানের সারা বছরের তি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন বলে আশায় বুক বেঁেধছেন। পানিসারার পটুয়াপাড়া গ্রামের ফুল চাষি আলমগীর হোসেন বলেন, করোনার কারণে গত বছর এই সময়ে ১০ হাজার টাকার ফুলও বিক্রি করতে পারেনি। এবার ১৫ কাটা জমির জারবেরা আর দেড় বিঘা জমির গাঁদা থেকে এই দুই দিবসে ৫০ হাজার টাকার ফুল বিক্রি করতে পেরেছি। করোনায় সারা বছর ফুল বিক্রি ছিল না। আশা করছি, সামনের চারটি অনুষ্ঠানে গত বছরের তি পুষিয়ে নিতে পারব। হাড়িয়া গ্রামের কৃষক মোখলেছুর রহমান বলেন, দেড় বিঘা জমিতে চীনের লংস্টিক রোজ জাতের গোলাপ ফুলের চাষ এ অঞ্চলে আমিই প্রথম শুরু করি। করোনা পরিস্থিতিতে সেই ফুল বিক্রি হয়নি। বাগান পরিচর্যায় খরচ সঙ্গত কারনে বাড়ে। এ কারণে বাগান পরিচর্যা প্রায় বাদ দিয়েছিলাম। এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফুল চাষ শুরু করি। ডিসেম্বর থেকে ফুলের চাহিদা েেড়ছে। সেইসঙ্গে আগের চেয়ে দামও বেড়েছে কয়েকগুণ। বিজয় দিবস উপলে ৭০ হাজার টাকার মতো ফুল বিক্রি হয়েছে। এ বছর ফেব্রুয়ারি মাসে দুই লাখ টাকার গোলাপ ও দেড় লাখ টাকার চীনের লং স্টিক ফুল বিক্রি হবে বলে আশা করছি। হাঁড়িয়া গ্রামের আশরাফ হোসেন বলেন, ১৭ কাঠা জমির গাঁদা ফুল বিক্রি করেছি ৭০ হাজার টাকায়। গত বছর মে মাসে আম্ফানের সময় একই খেতে গাঁদা ফুল চাষ করেছিলাম। তখন মাত্র ২০০ টাকার ফুল বিক্রি করতে পেরেছি। বাংলাদেশ ফাওয়ার সোসাইটির (বিএফএস) সভাপতি আবদুর রহিম বলেন, যশোর জেলার আট উপজেলায় ১০ হাজার হেক্টর জমিতে ফুলের চাষ হয়। এ মধ্যে ঝিকরগাছা উপজেলার গদখালী-পানিসারার প্রায় ৬,০০০ কৃষক ৬/৭ হাজার হেক্টর জমিতে ফুলের আবাদ করেছেন। প্রায় দুই বছর ধরে করোনা ভাইরাস, লকডাউন, আম্ফানে ফুলচাষিরা ব্যাপক তিগ্রস্ত। গত কয়েক দিনে প্রায় দুই কোটি টাকার ফুল বিক্রি হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















