আরবপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

0
375

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। এই প্রচারণার প্রথম দিনেই উপজেলার আরবপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খন্দকার ফারুক হোসেন বাবুসহ তার কয়েকজন কর্মীকে মারপিট করা হয়েছে। সোমবার রাতে ইউনিয়নের পাড়দিয়া মালোপাড়ার মোড়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বুধবার প্রেসকাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন। চেয়ারম্যন প্রার্থী ফারুক হোসেন বাবু লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান খোকন (চশমা প্রতীকধারী), নুর ইসলাম ( ঘোড়া প্রতীকধারী), জাহাঙ্গীর আলম, ওবায়দুল ইসলাম, রিজাউল ইসলাম, স্বপন কুমার বিশ্বাস প্রমুখ। ফারুক হোসেন বাবু অভিযোগ করে বলেন, সোমবার মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পান তিনি। প্রতীক পাওয়ার পর নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি প্রচারণায় নামেন। রাতে পাড়দিয়া মালোপাড়ায় প্রচারণায় গেলে নৌকা প্রতীকের কর্মীরা তার ওপর হামলা করেন। এ সময় বাবুসহ তার দুই কর্মী রেজাউল ইসলাম ও রফিকুল ইসলাম আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযোগ দেওয়া হলেও পুলিশ তা মামলা হিসেবে রজ্জু করেনি। ফলে আশকারা পেয়ে সন্ত্রাসীরা তাকে ছাড়াও অন্য প্রার্থীদের নিয়মিত হুমকি ধামকি দিচ্ছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুরসালিনুর রহমান জানান, আহত বর্তমানে আশঙ্কামুক্ত। এ বিষয়ে যোগাযোগ করা হলে আরবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মীর আরশাদ আলী রহমান বলেন, কোন হামলার ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। নির্বাচনকে বিতর্কিত করতে আমার নেতাকর্মীদের জড়িয়ে এমন অপপ্রচার চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here