চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবারাহ স্যনিটেশন প্রকল্পের আওতায় যশোরের চৌগাছা পৌরসভায় পানির ট্যারিফ নির্ধারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র অর্থ ব্যবস্থাপনা পারমর্শক মাসুদ হোসেন, অর্থ ব্যবস্থাপনা পরামর্শক রফিকুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী মোজাম্মেল হোসেন। পৌর সচিব গাজী আবুল কাশেমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী এসএম রুহুল আমিন, প্যানেল মেয়র আনিছুর রহমান ও মোঃ শাহীন, কাউন্সিলর সাহিদুল ইসলাম, আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান, জিএম মোস্তফা, সোহেল রানা উজ্জল, রুহুল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম, জহুরা খাতুন, হিসাব রক্ষক নজরুল ইসলাম, ক্যাশিয়ার কালিমুল্লাহি সিদ্দিক প্রমুখ।
টেকনিক্যাল সাপোর্ট ইউনিটের সহযোগীতা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ন ও জিওবি, আইডিএ (বিশ্বব্যংক) এর অর্থায়নে এই প্রকল্পের কাজ চলছে বলে সংশ্লিষ্ঠরা জানান।















