যশোরে র‌্যাব অভিযানে বকচরের রাকিব হত্যায় জড়িত ৯ কিশোর আটক

0
269

মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর শহরের চাঞ্চল্যকর রাকিব হত্যাকান্ডে জড়িত নয় কিশোরকে আটক করেছে র‌্যাব-৬ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে
ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা সকলেই কিশোর গ্যাংয়ের সদস্য। রাকিব হত্যায় তাদের সম্পৃক্ততা রয়েছে বলে র‌্যাবের প থেকে জানানো হয়েছে। র‌্যাব-৬ খুলনার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সিপিসি ৩ যশোরের কমান্ডার লেঃ নাজিউর রহমান। আটককৃতরা হচ্ছে, মানিক, আজিজুল হোসেন ওরফে হিটার আজিজ, বাঁধন, ইমন শেখ ওরফে শুটার ইমন, অনিন্দ্র রায়েক দেবা, ইসমীর, তরিকুল ইসলাম, সোহাগ মুন্সি ও ইশান হোসেন। তিনি আরও জানান তাদেরকে যশোরের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে রাকিব বকচরের মাঠপাড়ার শহিদুল ইসলামের চটপটির দোকানে চটপটি খেতে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাকিব বন্ধুদের সাথে চটপটি খাচ্ছিলেন। এ সময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে রাত ছয়টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। রাকিব ঐ এলাকার মৃত আব্দুর রহমান লিটুর বড় ছেলে। এঘটনায় নিহতের চাচা হুশতলা কবরস্থানের পশ্চিমপাশের হাফিজুর রহমান বটু নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৬/২৭জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় আসামিরা হচ্ছে, নীলগঞ্জ হুশতলার মোড়ের আলমগীর হোসেনের দুই ছেলে সবুজ (২৩) ও সজিব (২১), মৃত মানিক মিয়ার ছেলে দুই ছেলে গিয়াস উদ্দিন (৩৭) ও বছির উদ্দিন (৩৫), বকচর বিহারী কলোনী মাঠপাড়ার সুকুমার রায়ের দুই ছেলে শান্ত (২২) ও প্রান্ত (২১) নাজির শংকরপুর মাঠপাড়ার মৃত সোবহানের ছেলে আব্দুল আওয়াল (২৪), নীলগঞ্জ তাঁতীপাড়ার টেরা আজগরের ছেলে আসাদ (২২) এবং ইকরাম শেখের ছেলে ইমন (২৩)। আগে পুলিশ আসামি আওয়ালকে আটক করে। সর্বশেষ র‌্যাব-৬ এর একটি দল জড়িত ওই নয় কিশোর গ্যাং সদস্যদের আটক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here