মহম্মদপুরে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

0
267

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার বিকালে স্থানীয় শহিদ আবীর সাধারণ পাঠাগারে “বিজয়ের ৫০ বছর: মহম্মদপুরের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চ” শীর্ষক সেমিনার এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন কলমের সৈনিক সংসদের আয়োজনে এই সাহিত্য সেমিনার এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা পাঠের আয়োজন করা হয়। আলোচনা শেষে সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা হয়েছে। কলমের সৈনিক সংসদের সাহিত্য সম্পাদক, আমিনুর রহমান কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য দেন কলমের সৈনিক সংসদের প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক মহম্মদপুর বার্তা’র সম্পাদক, নাট্যকার ও কবি সালাহ্উদদীন আহমেদ মিলটন। কলমের সৈনিক সংসদের সেক্রেটারী জেনারেল সাংবাদিক মুরাদ হোসেনের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (অব:) সাহিত্যানুরাগী মোঃ আমিমুল হক। কলমের সৈনিক সংসদের উপদেষ্টা ও আমিনুর রহমান কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান মো: ওসমান আলী, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক নিজামউদ্দীন, কবি ও সাহিত্যিক গাজী শামসুজ্জামান, কবি কাজী কামরুল হাসান ফিরোজ, কাজী সামিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক এ টি এম শহিদুজ্জামান, বসুর ধুলজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিকক্ষ মো: রিয়াজুর রহমান, পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শহিদুজ্জামান, শহিদ আবীর সাধারণ পাঠাগারের সদস্য সচিব রফিকুল ইসলাম, প্রেসকাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী, কবি মো. হাবিবুল্লাহ এবং মো. শাহাজাহান মিয়া প্রমূখ। সেমিনারের সার্বিক সহযোগিতায় ছিলেন সাপ্তাহিক মহম্মদপুর বার্তার স্টাফ রিপোর্টার বিশ^জিৎ সিংহ রায়, সাহিত্য সম্পাদক কবি মতিউর রহমান, কলমের সৈনিক সংসদের সদস্য চাষী কবি আকইদ ও কবি লতিফুল খবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here