লতায় স্টুডেন্ট কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণি অনুষ্ঠিত

0
319

জি এম মোস্তাক আহমেদ, কপিলমুনি প্রতিনিধি ঃ পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে স্টুডেন্ট কুইজ প্রতিযোগিতা পরবর্তী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপল্েয এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপল্েয শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (লুসা) আয়োজনে লতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লতা ইউনিয়ন লুসা’র সভাপতি সব্যসাচী মন্ডলের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, প্রধান শিক রনজিত রায়, প্রফেসর স্বপন মন্ডল, শিক বিকাশ রায়, লুসার সাবেক উপদেষ্টা রথীন্দ্রনাথ বিশ্বাস, সাবেক সভাপতি ধীমান মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক সনজিত সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক কমলেশ সরকার, দপ্তর সম্পাদক আকাশ সরকার ও সদস্য গোপাল সরকার। এছাড়াও লুসার বর্তমান ও সাবেক সদস্যসহ লতা ইউনিয়নের ৫টি বিদ্যালয়ের শিার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত লতা ইউনিয়ন স্টুডেন্ট আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here