নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালী জেলার দশমিনা ও গলাচিপা উপজেলার মধ্যে একটি সেতুর অভাবে ২ উপজেলার হাজার হাজার মানুষকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। একটি সেতুর জন্য অপোয় কেটেছে প্রায় ৭৫বছর। অথচ কেউ কথা রাখেনি। চাঁদপুরা-গুয়াবাঁশবাড়িয়া খালে সেতু আজও নির্মান হয়নি। আর সেতু না হওয়ার কষ্টে রয়েছেন পটুয়াখালীর দশমিনা-গলাচিপা উপজেলার পাঁচ গ্রামের প্রায় ২৮ হাজার মানুষ। দুর্ভোগ নিয়েই এলাকাবাসী বর্ষাকালে নৌকায় আর শুস্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে এই খাল পারাপার হচ্ছে মানুষ। সেতু না হওয়ার কারণে বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়া-বাঁশবাড়িয়া এলাকার রাস্তাসহ অন্য কোন উন্নয়নও তেমন হয়নি। এভাবেই আপে করে কথাগুলো বলছিলেন ৭৫বছরের বৃদ্ধ সাঈদুল ইসলাম মোহন খাঁন। উপজেলার আলীপুর ইউনিয়নের খালের দনি পাশের চাঁদপুরা গ্রামের বাসিন্দা তিনি। তার মতো হাজারো মানুষের দাবি এই খালের উপরে একটি সেতু নির্মানের। সরেজমিনে দেখা যায়, উপজেলার আলীপুর ইউনিয়নের চাঁদপুরা-গুয়াবাঁশবাড়িয়া গ্রামের খালে বাঁশের সাঁকো উঁচু-নিচু হওয়ায় বয়স্ক মানুষ ও রোগীদের পারাপরে দুর্ভোগের শেষ নেই। নিরুপায় হয়ে জীবনের ঝুঁঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছেন শিার্থীসহ সাধারন মানুষ। খালের উত্তর পাশের জাফর হোসেন, জামাল মিয়া ও শাহ আলম গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়া-বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা তারা। তারা জানান, চাঁদপুরা-গুয়া বাঁশবাড়িয়া খালে দীর্ঘদিন যাবৎ সেতু না থাকায় তাদের গ্রামে পাকা সড়ক হয়নি। ছেলে মেয়েদের স্কুুল-কলেজে যাতায়াত, ফসল পরিবহনসহ উপজেলা সদরে যেতে হয় দূর্ভোগ করে। ভরা বর্ষায় খেয়ার নৌকায় ও শুকনোয় মৌসুমে বাঁশের সাঁকো পার হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি আরো বলেন, দশমিনা- গলাচিপা দুটি উপজেলা নিয়ে একটি আসন আমরা বর্তমান সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি স্যারে কাছে বলবো যাহাতে দ্রুত সময়ের মধ্যে এ ব্রিজটি নির্মানের জন্য ব্যবস্থা গ্রহন করেন। আলীপুরার সুইজ বাজারের বাসিন্দা হাবিব বলেন, এই এলাকা কৃষি প্রধান এলাকা। গ্রামের মানুষ, তাদের খেতের ফসল পারাপার এবং জেলা-উপজেলাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সেতুটির অভাবে। তা ছাড়া দুই উপজেলার পাঁচ গ্রামের মানুষ অসুস্থ হলে হাসপাতালে নিতে আনতে সমস্যার সম্মুখীন হতে হয়। সেতু না থাকায় স্কুল -কলেজের শিার্থীরা প্রায় সময় বিপাকে পরে এবং শিার্থীর বাবা-মা তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে দুঃচিন্তার প্রহর গুনে থাকে। ঐ এলাকার বাসিন্দা জামাল হোসেন বলেন, সকল পিতা-মাতা স্বপ্ন দেখেন সন্তান লেখাপড়া করে শিতি হয়ে অনেক বড় চাকুরি করবে কিন্তু পাঁচ গ্রামের বাবা-মা সন্তানকে শিা প্রতিষ্ঠানে পাঠিয়ে দুঃচিন্তায় থাকেন তাই অনেক সন্তান শিা থেকে হয় বঞ্চিত। তাই অনেক বাবা- মা তাদের সন্তানদের স্কুলে না পাঠিয়ে নিরর রাখছেন। সেতুর অভাবে সিংহভাগ শিার্থী ঝড়ে পরছে উচ্চতর শিা ব্যবস্থা থেকে। সেতু না থাকায় মানুষের দুর্ভোগের সীমা নেই। স্থানীয় সংসদ সদস্য এস.এম.শাহাজাদা বলেন, আমাকে কেউ অবহিত করেনি, আমি এখনই এই শুনলাম। দশমিনা-গলাচিপা দুটি উপজেলা আমার নির্বাচনী এলাকা। দুই ইউনিয়নের জনসাধরনের যোগাযোগ ব্যবস্থা ও শিাব্যবস্থার জন্য ব্রিজটি নির্মানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে দ্রুত আলোচনা করবো। এই বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মকবুল আহমেদ জানান, সেতুর প্রয়োজনীয়তার বিষয়টি শুনেছি আগামী উন্নয়ন সমন্বয় সভায় উপস্থাপন করা হবে। যাতে এই খালে সেতু নির্মান করা হয়।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















