চৌগাছাবাসির দীর্ঘ দিনের স্বপ্ন পুরোন / স্থাপিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন

0
262

এম হাসান মাহমুদ চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলাবাসির দীর্ঘ দিনের স্বপ্ন অবশেষে পুরোনের পথে। চৌগাছা-যশোর সড়কে আহমদ নগর বাজারের পাশে ফায়ার সার্ভিসের বহুতল ভবনটি এখন এ জনপদের মানুষের কাছে অতি প্রিয় হয়ে উঠেছে। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও ষ্টেশন জনবলসহ সব কিছুতেই পরিপূর্ণ। স্থানীয় অনেকেই মনমুগ্ধকর এই পরিবেশ দেখতে সেখানে ছুটে আসছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন এখন আর স্বপ্ন না, এটি বাস্তব। উপজেলা সদর থেকে ১ কিলো মিটার পূর্বে চৌগাছা-যশোর সড়কে আহমদনগর বাজারের উত্তরে অত্যন্ত মনোরম পরিবেশে স্থাপিত হয়েছে বহুকাংখিত এই ষ্টেশন। ১ বিঘা জমির উপর প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ৩ তলা ভবন বিশিষ্ট ষ্টেশনটি চৌগাছাবাসির কাছে যেন অতি প্রিয় হয়ে উঠেছে। দীর্ঘদিনের স্বপ্ন পুরোন হওয়ায় চৌগাছাবাসি চির কৃতজ্ঞ বর্তমান সরকারের কাছে। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও ষ্টেশনের কর্মীরা জাতীয় দিবসে অংশ নেয়াসহ বিভিন্ন ধরনের বিপদে বন্ধু হয়ে মানুষের পাঁশে দাঁড়িয়ে তারা সকলের নজর কেড়েছে। গতকাল সকালে সরেজমিন দেখা যায়, ষ্টেশনে কর্মরত কর্মীরা তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। এ সময় কথা হয়, ষ্টেশন লিডার নুর হোসেন মোল্লার সাথে। তিনি বলেন, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রী ভার্সুয়ালে ষ্টেশন উদ্বোধন করতে চেয়েছিলেন। কিন্তু সেটি হয়নি, খুব দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক ভাবে ষ্টেশন উদ্বোধন হবে। মোট ২৮ জন জনবল নিয়ে চলবে চৌগাছার ষ্টেশনের কার্যক্রম, ইতোমধ্যে ১ জন সাব-ষ্টেশন ম্যানেজার, একজন লিডার, ৩ জন গাড়ি চালকসহ ১৭ জন কর্মী এখানে চলে এসেছেন, বাকিরা দ্রুতই চলে আসবেন। বর্তমানে ১৭ জন কর্মীর পাশাপাশি ১টি পানিবাহি গাড়ি, ১টি টানা গাড়ি, ১টি অগভীর নলকুপ ষ্টেশনে বিদ্যমান। এছাড়া ৩ তলা ভবনের নিচতলায় আছে গাড়ি ও অন্যান্য মালামাল রাখার স্থান, ২য় তলায় ব্যারাক ও ৩য় তলায় আছে কোয়াটার। ভবনের পশ্চিমে খোলা স্থান আর দক্ষিনে নির্মান করা হয়েছে ষ্টেশনে কর্মকতদের খাবারের জায়গা। সব কিছু মিলিয়ে আহমদ নগর বাজার (কড়াইতলা) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কারনে অপরুপ এক সৌন্দর্য বহন করছে। চৌগাছা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, স্থানীয় বাসিন্দা কবিরুল ইসলামসহ একাধিক ব্যক্তি বলেন, চৌগাছাবাসির জন্য একটি ফায়ার সার্ভিস ষ্টেশন খুবই জরুরী ছিল। বর্তমান সরকারের আমলে মানুষের সেই চাওয়া আজ পুরোন হয়েছে। এজন্য সরকার প্রধানসহ সংশ্লিষ্ট সকলকের কাছে আমরা তথা চৌগাছাবাসি চিরকৃতজ্ঞ। সাব-ষ্টেশন ম্যানেজার রবিউল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চৌগাছা অফিস ইতোমধ্যে মানুষের সেবা দিতে শুরু করেছে। ষ্টেশন পরিপূর্ণ ভাবে চালু হয়ে গেলে মানুষ এখান থেকে তাদের কাংখিত সেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চৌগাছা অফিসের মোবাইল নম্বর ০১৩০৬৪১৪৮৪১।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here