কয়রায় ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার / ভারত-বাংলাদেশ একই মায়ের দুই সন্তান

0
325

শেখ সিরাজউদ্দৌলা লিংকন কয়রা (খুলনা) প্রতিনিধি : ভারতীয় সহকারি হাই কমিশনার রাজেশ কুমার রায় না বলেছেন বাংলাদেশ ভারতের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুবই গভীর এবং বর্তমান সরকারের সময়ে তা আরো সম্প্রসারিত হচ্ছে, ভারত-বাংলাদেশ একই মায়ের দুই সন্তান। বাংলাদেশের শিা স্বাস্থ্য ওযোগাযোগ অবকাঠামো সহ সকল েেত্র সহযোগিতা অব্যাহত রয়েছে রাজেশ কুমার রায় না বলেন ভারত-বাংলাদেশের ৫০ বছরের সু সম্পর্ক অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে ভারত-বাংলাদেশ একে অপরের বন্ধু ও ভাই। তিনি আজ সোমবার বিকেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থায়নে কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত কোভিড-১৯ মহামারীতে তিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাড অম্বিকাচরণ সানার সভাপতিত্বে কয়রা কপোতা মহা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মো: মারুফুল আলম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার সুমান্ত ঘোষ। বিদেশ রঞ্জন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক নিশিত রঞ্জন মিস্ত্রি, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড কমলেশ কুমার সানা, কয়রা থানার ওসি মোঃ রবিউল হোসেন। কপোতা মহাবিদ্যালয় এর অধ্য অদ্রীশ আদিত্য মন্ডল, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক মোঃ খায়রুল আলম প্রমূখ। অনুষ্ঠানে কোভিড – ১৯ এ তিগ্রস্ত ৪ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here