“জন সমুদ্রে ভাসছে নৌকা” বসুন্দিয়ার জনসভায় চেয়ারম্যান রাসেল’র জয়-জয়াকার,

0
380

বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি ॥ যশোর সদরের বসুন্দিয়ায় গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে আসন্ন ৫জানুয়ারি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন ১৫নং বসুন্দিয়ার নৌকার মাঝি তরুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেলের বিজয় নিশ্চিত করতে ভোটের মাধ্যমে সর্বাত্নক চেষ্টা করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার কথা ব্যক্ত করেন। বিগত ৫বছরে রিয়াজুল ইসলাম খান রাসেল এর সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। যে কারণে দলমত নির্বিশেষে আবারও বসুন্দিয়াবাসীর প্রতি রাসেলকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে উদাত্ত আহবান জানানো হয়। বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলুর উপস্থাপনায় জনসভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি অহিদুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক রোজী ইসলাম, বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত। বক্তব্য রাখেন বসুন্দিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল সহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here