ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত চেয়ারম্যান শাহিদুর

0
241

রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হবার পর ভোটারসহ সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহিদুর রহমান সহিদ। সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বর লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। মল্লিকপুর ইউনিয়নে মোঃ শাহিদুর রহমান সহিদ (মোটরসাইকেল প্রতিক) ২৭২৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী নৌকা প্রতিকের মুন্সী শরিফুল ইসলাম পেয়েছেন ২৪৭৭ ভোট। নির্বাচিত হবার পর ২৭ ডিসেম্বর চেয়ারম্যান তার সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারসহ সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গ্রামবাসীরা ফুল ও টাকার মালা দিয়ে চেয়ারম্যানকে বরণ করে নেন। এসময় নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তরুণ সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here