দশমিনায় সেতুর উপর দিয়ে বিদ্যুতের লাইন এখন মরণফাঁদ

0
253

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় এলজিইডি’র সেতুর উপর দিয় সরবরাহ করা পল্লী বিদ্যুতের ২২০ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন এখন মরণফাঁদে পরিণত হয়ছে। আয়রন সেতুটির উপর দিয় ঝুঁকিপূর্ণভাবে একটি বাঁশের খুঁটি ব্যবহার করে এমনভাবে বিদ্যুৎ সঞ্চালন লাইন করায় ভয়াবহ দুর্ঘটনাসহ প্রাণহানীর আশংকা করছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের সবুজবাগ আবাসিক এলাকায় সবুজবাগ জামে মসজিদ সংলগ উত্তর পাশ (দশমিনা-বাঁশবাড়ীয়া) খালের উপর এলজিইডি’র নির্মিত একটি আয়রন সেতুর উপর দিয়ে মাত্র ৬ ফুট উচ্চতায় আড়াআড়ি ভাবে এই বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হয়। একটি তার কভার থাকলেও অন্যটিতে নেই। এতে যে কোন সময় দুর্ঘটনাসহ প্রাণহানী ঘটতে পারে। এখন আতঙ্কে দিন কাটাছে স্থানীয় ও পথচারীরা। স্থানীয় সূত্র জানা যায়, অপোকৃত লম্বা মানুষরা দিনের বেলা ওই লাইনের নিচ দিয়ে নুয়ে যেতে পারলেও রাতের সময় পথচারীদের চলাচল যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বেখেয়ালে কেউ হাত উঁচু করলেই ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। স্কুল কলেজের শিার্থীসহ বিভিন শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ সেতু দিয়ে পারাপার হয়। এছাড়াও স্থনীয় শিশু কিশোরেরা প্রতিদিন সেতুটির আশপাশ খেলাধুলা করে। স্থানীয় বাসিন্দা মোঃকামাল জানান, অপরিকল্পিতভাবে সেতুর রেলিংয়ে বাঁশের খুটি স্থাপন করে বিদ্যুতের লাইন টানায় মানুষের যাতায়াত চরম ব্যাঘাত ও আতংকের সষ্টি হয়েছে। প্রায় ৩-৪ মাস আগে সেতুর কাজ শেষ হলে পল্লী বিদ্যুৎতের লোকজন এখন পর্যন্ত বিদ্যুতের লাইন সরায়নি। এই ব্রিজ দিয়ে শত শত লোক, স্কুল, কলেজ, মাদ্রসার শিার্থীরা আসা যাওয়া করে, যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির দশমিনা সাব জোনাল অফিসার (এজিএম) মো. আবুল কালাম আজাদ জানান, বিষয়টি দেখতেছি। আমি ঐখানে বিদ্যুতের জুনিয়র প্রকৌশলীকে পাঠিয়েছি।
এলজিইডি দশমিনা উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসন জানান, এই ব্যাপারে পল্লীবিদ্যুৎ কর্তৃপরে সাথে আলাচনা করে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here