খাজুরা বাসস্ট্যান্ড ট্রাক মালিক সমিতি কার্যালয়ের সামনে ভয়াবহ গর্ত অবশেষে ভরাট

0
343

স্টাফ রিপোর্টার : অবশেষে যশোর শহর সংলগ্ন খাজুরা বাস স্ট্যান্ডে ট্রাক মালিক সমিতি কার্যালয়ের সামনে ভয়াবহ গর্ত ভরাট করা হয়েছে। গত তিন দিন ধরে সেখানে ভরাট কার্য্যক্রম চলেছে। প্রত্যক্ষদর্শী জানায় দীর্ঘদিন ধরে ট্রাক মালিক সমিতি কার্যালয়ের সামনে ভয়াবহ গর্তের সৃস্টি হয়। এর ফলে সেখানকার প্রায় ১০০ গ্যারেজ তীব্র সমস্যায় পতিত হয়। মালামাল বোঝাইকৃত ট্রাকগুলো সেখানে তীব্র ঝুঁকি নিয়ে রাখা হয়। ভূক্তভোগীরা জানায়, বছরের পর বছর ধরে ট্রাক মালিক সমিতি কার্যালয়ের সামনে ভয়াবহ গর্ত তৈরি হয়েছে। অথচ প্রতি রাত স্টপেজের জন্য প্রতি ট্রাক মালিক ১৫০ করে টাকা প্রদান করেন। ট্রাক উল্টে যাওয়ার সমূহ সম্ভাবনা নিয়ে উল্লেখিত স্থানে ট্রাক বাস রাখা হয়। এমনকি বাস ট্রাক গ্যারেজ গুলোতে আগত যানবাহন গুলো সেখানে প্রায় আটকা পড়তো। গর্তের কোথাও মাজা আবার কোথাও এক হাটু, কোথাও তিন ফুট গর্ত থাকায় সেখানে এতদিন পানি কাঁদায় একাকার ছিল। ট্রাক মালিকরা জানান অনেক আগে বর্ষাকালে গ্রামের রাস্তায় এমন এঁটেল কাঁদায় একাকার দশা দেখা যেত। সেই বাঙালী পুরাতন জ্বীর্ন আঁকড়ে রাখতেই যেন এতদিন গর্ত ভরাটে এত সময় লাগিয়েছেন সংশ্লিষ্টরা। খাজুরা স্ট্যান্ডে নাইট হল্টকারী চালকরা মরন গর্ত ভরাট করায় সংশ্লিষ্ট কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। এর ফলে তাদের আর কোন ঝুঁকি থাকলো না। মাঝে মধ্যে এসব খাতে কতৃপক্ষের নজর রাখা উচিৎ। কেননা তারা নিরাপত্তাসহ সকল ঝুঁকি এড়াতে এখানে নাইট হল্ট করেন। এতদিন তাদের তীব্র দুঃখ কষ্ট ভোগ করে আসতে হয়েছে। এখন তার অবসান হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here