যশোরে বুস্টার ডোজ টিকা পর্ব উদ্বোধন

0
305

স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় যশোরেও শুরু হয়েছে বহু আকাঙ্খিত করোনার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম। প্রথম দিনে জেলায় ৬২৪ জনকে এ টিকা দেয়া হয়েছে। এরমধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫৯৪ ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন রয়েছেন। সকাল সাড়ে ৮টায় হাসপাতাল টিকা কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন। বুস্টার ডোজ প্রসঙ্গে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে জানান, যারা বুস্টার ডোজ পাবেন তাদেরকে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেয়া হবে। ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন এবং ছয় মাস পার হয়েছে, ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে। তবে, অগ্রাধিকার ভিত্তিতে ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। তিনি জানান, টিকার কোনো স্বল্পতা নেই। পর্যায়ক্রমে সকলেই এ বুস্টার ডোজ পাবেন। প্রাথমিকভাবে ৬০ বছরের উর্দ্ধে বয়সীরাই বুস্টার ডোজ টিকা নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here