মনিহারে র‌্যাবের অভিযানে ভারতীয় নাগরিক আটক

0
283

স্টাফ রিপোর্টার : যশোর শহরের মনিহার সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। আটক জগদীস মন্ডল ভারতের উত্তর চব্বিশপরগনার গাইঘাটা উপজেলার জলেশ্বর গ্রামের সনাতন মন্ডলের ছেলে। র‌্যার যশোরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপারএম নাজমুল হাসান রাজিব( পিপিএম) স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, বুধবার তারা খবর পান শহরের মনিহার এলাকায় একজন অবৈধ নাগরিক অবস্থান করছেন। তাৎনিক দুপুর সাড়ে তিনটার সময় তারা অভিযান চালিয়ে মনিহার সিনেমা হলের সামনে থেকে জগদীসকে আটক করে তারা। জগদীসকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here