ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ ঐতিহ্যবাহী একমাত্র ক্যাডেট কলেজে গত তিন দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার ৫৬তম আন্তঃহাউস বার্ষিক আয়োজন শেষ হয়েছে। বুধবার বিকালে এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ক্যাডেটদের কাছে পুরস্কার তুলে দেন সেনা সদরের চীপ কনসালটেন্ট জেনারেল এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন। ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কলেজের অধ্য কর্নেল কে এম ওবায়দুল হক। উক্ত প্রতিযোগিতায় তিনটি হাউসের মোট ২৮টি খেলায় ক্যাডেটরা অংশগ্রহণ করে। হুনাইন হাউস চ্যাম্পিয়ন ও বদর হাউস রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি লেখাপড়া শেষ করে দেশপ্রেম এবং সততার সাথে দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগের আহ্বান জানান। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবক, শিক মন্ডলী ও অতিথিগণ অংশগ্রহণ করেন।















