নেংগুড়াহাটে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করলেন সিটি প্লাজার চেয়ারম্যান ইয়াকুব আলী

0
248

মফিজুর রহমান, নেংগুড়াহাট(যশোর) : মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের দুই শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলে শীতার্তদের কম্বল বিতরণ করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস.এম ইয়াকুব আলী। বুধবার সকালে চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক আবুল হাসানের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক নেতা শহিদুল ইসলাম মিলন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমজেদ আলী খান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন। আরো উপস্থিত ছিলেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আহাদুল করিম, মণিরামপুর প্রেসকাবের সদস্য আব্দুল্লাহ সোহান, তাজাম্মূল হুসাইন, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আজমল হোসেন, ইউপি সদস্য হুসাইন কবির মিঠু, মোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন, সংরতি মহিলা সদস্য মাহফুজা বেগম, রিপন হোসেন, আতিয়ার রহমান প্রমুখ। কম্বল বিতরণকালে এস.এম ইয়াকুব আলী বলেন, প্রতিবছর শীত এলেই নিজস্ব অর্থায়নে অসহায় হতদরিদ্র শীর্তাতদের মাঝে সাধ্যমত সহযোগিতা করে থাকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here