দেউলি ডি, এস, প্রি- ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও গুণীজনের মিলন মেলা

0
316

জসিম উদ্দিন : ঝিকরগাছার দেউলি ডি, এস, প্রি- ক্যাডেট স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ, গুণীজনের মিলন মেলা ও বার্ষিক পরীার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাকাল ১০ টায় ডি, এস, প্রি- ক্যাডেট স্কুলের উদ্যোগে এ অভিভাবক সমাবেশ, গুণীজনের মিলন মেলা ও বার্ষিক পরিার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শার জামতলা ডি,এস,টি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক রফিউদ্দিন আহমেদ। হাজিরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও ডি,এস,প্রি -ক্যাডেট স্কুলের পরিচালক,হাফিজুর রহমান হাফিজের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জামতলা ডি,এস,টি, মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক মুজিবর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী লিয়াকত আলী, সামটা এস, আই, ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক ফজলুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, নায়ড়া এন, ইউ, আর, এস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক আবুল খায়ের, ডি,এস,টি, মাধ্যমিক বিদ্যালয়ের রহমান অবসর প্রাপ্ত সহকারী শিক মতিয়ার রহমান, সহকারী শিক বিনয় চন্দ্র বসু, কুলবাড়িয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক শামছূর রহমান, মহিষাকুড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক ইব্রাহিম খলিল প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here